শিক্ষার নতুন সূর্যোদয়: ১৬ গ্রামের স্বপ্ন পূরণে রাধামন কলক উচ্চ বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের নিভৃত কোনে নতুন সূর্যোদয়—খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে ভাইবোনছড়া ইউনিয়নের ৭নং প্রকল্প গ্রামে উদ্বোধন করা হলো রাধামন কলক কালেক্টরেট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি শুধু একটি ভবন নয়, এটি ১৬টি গ্রামের স্বপ্ন, সম্ভাবনা আর নতুন জীবনের প্রতিচ্ছবি।

রবিবার (৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় সচিব মিজবাহ উদ্দিন,সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির ড. জিয়াউদ্দিন বলেন,“এই পাহাড়ে আমি পাহাড়ি-বাঙালি দেখি না, আমি শুধু মানুষ দেখি। এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান নয়, আমি কেবল মানুষ দেখি।”

তিনি বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে যেন তারা হয়ে ওঠে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক—একটি উন্নত সমাজের চালিকাশক্তি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এ বিদ্যালয়টি হবে ১৬টি গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার প্রথম ও একমাত্র আশ্রয়। এতদিন যেখানে প্রাথমিকের পর অনেক শিক্ষার্থীর পথ থেমে যেত, আজ সেই অন্ধকার সরিয়ে আলোর পথ দেখাবে রাধামন কলক উচ্চ বিদ্যালয়।

উপলক্ষ্যটি ঘিরে আরও একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা সদরের মৎস্য উৎপাদন খামার প্রাঙ্গণে দুর্যোগকালীন দুটি ত্রাণবাহী নৌযান হস্তান্তর করা হয়, যা দুর্যোগ মোকাবেলায় এলাকাবাসীর জন্য হবে নির্ভরতার প্রতীক।

রাধামন কলক উচ্চ বিদ্যালয় সেই দীপ্ত প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা পাহাড়কে শুধু ভৌগোলিক উচ্চতা নয়, শিক্ষা ও উন্নয়নের উচ্চতায়ও নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *