
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে ভয়াবহ ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬জুলাই) দুপুরে পূর্ব বাহাদুরপুর ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে ৮নং পলবান্ধা ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম।
প্রধান অতিথি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নদী পাড়ের মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ভিটেমাটি হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সর্বাত্মক চেষ্টা করবেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিদ দল,মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, নদী ভাঙ্গনে প্রতি বছর এই অঞ্চলের শত শত পরিবার ভিটা মাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
