
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে পলবান্ধা ইউনিয়ন বিএনপির আয়োজনে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
পলবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, সহ সভাপতি এ.কে.এম শহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি রেহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল নবাব, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হােসেন নােমান,মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা ও ওলামা দলের সভাপতি মাওলানা এনামুল হকসহ অনেকেই।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
