ইসলামপুরে বেলগাছা ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম
রবিবার (৬ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম সাহেব।
তিনি সম সাময়িক বক্তব্য রাখেন এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *