ইসলামপুরে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মাননবন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শিক্ষার সুষ্ঠ পরিবেশ আনার ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামপুর উপজেলার সাবেক শিবিরের সভাপতি মোঃ আহসানুল্লাহর নেতৃত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মজিদুর আলম ময়না, ডা: করিমুজ্জামান মজনু ,মোহাম্মদ আজিজ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১১দফা সমূহঃ
১। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
২। শিক্ষার্থীদের স্কুল ড্রেস বাধ্যতামূলক করতে হবে।
৩। সময়মত স্কুলে শিক্ষকদের উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে।
৪। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার ও স্কুল চলাকালীনে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫। শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ করতে হবে।
৬। সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তিদের দ্বারা স্কুল পরিচালনা কমিটি গঠন করতে হবে।
৭। অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে ও ফি ব্যতিত মাসিক পরীক্ষা চালু করতে হবে।
৮। প্রাইভেট ও ফরম ফিলাপ বাণিজ্য বন্ধ করতে হবে।
৯। স্কুল এরিয়া ও শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা ও শ্রেণিকক্ষে কমপক্ষে ৭০% শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
১০। স্কুলের চারপাশে বাউন্ডারী সংস্কাকার ও স্কুল চলাকালীন গেটে সর্বাদায় গেটম্যান রাখতে হবে।
১১। নিয়মিত অভিভাবক সমাবেশ নিশ্চত করতে হবে।
তারা আরোও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১১দফা বাস্তবায়ন না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *