
খাগড়াছি প্রতিনিধি: জনসংখ্যা নিয়ে জনসচেতনতা বাড়াতে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতে খাগড়াছড়িতে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়—যা দিবসটির তাৎপর্যকে আরও তাৎক্ষণিক ও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, যিনি বলেন,
“জনসংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এর সঠিক পরিকল্পনা একটি দেশের টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। স্বাস্থ্যকর্মীরা মাঠে যে ভূমিকা রাখছেন, তার যথাযথ স্বীকৃতি দেওয়ার সময় এখনই।”
দিবস উপলক্ষে জেলার ৯টি উপজেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক ও পরিদর্শিকার মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়—যা উপস্থিতদের মধ্যে বাড়িয়ে তোলে গর্ব ও অনুপ্রেরণার অনুভূতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক নিটোল মনি চাকমা, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবার পরিকল্পনার কার্যক্রম বাস্তবায়নের পেছনে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য। এই দিবস কেবল উদযাপন নয়,এটি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সময়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান তাই হয়ে উঠেছে নতুন প্রতিশ্রুতি ও সম্মিলিত অগ্রযাত্রার ঘোষণা।
