বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: “মুখে হাসি, চোখে জল – গড়বো মোরা সমতল” স্লোগানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন (BDMCF)-এর পরিচালনা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ফকিরাপুলের পারাবত রেস্টুরেন্টের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে সংগঠনের টি-শার্ট ও আইডি কার্ড বিতরণ করা হয়।

BDMCF ২০২০ সালে করোনাকালে যাত্রা শুরু করে। সংগঠনটি মধ্যবিত্তের অধিকার রক্ষায়, কর্মসংস্থান ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের ফেনীর বন্যায় হাজারো মানুষের মাঝে চিকিৎসা ও খাবার পৌঁছে দেয় সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব নজরুল ইসলাম (শুভরাজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য আবুল খায়ের সবুজ, মোহাম্মদ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোক্তার মোস্তাফী, সাধারণ সম্পাদক মোঃ ছবিরুল হক রায়হান, সহ-সভাপতি এইচ এম নাছির, কে এম রায়হান, অর্থ সম্পাদক মোঃ রিয়াদ, প্রচার সম্পাদক জে এইচ সম্রাট সহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *