আবিদ হাসান,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারাদেশে বাজার মনিটরিং থেকে শুরু করে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত আছে। তারই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুরের সাধারণ শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, রেলওয়ে স্টেশন কালোবাজারী রোধসহ নানা রকমের সামাজিক কাজ করে আসছে।
গত সোমবার (১৯ আগষ্ট) ইসলামপুরে বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিং হওয়ায় ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আলিবর্দি খান সুজনের সাথে মত বিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মত বিনিময় কালে ইসলামপুর উপজেলায় ঘনঘন লোডশেডিং হওয়ার কারণ জানতে চাইলে ডিজিএম মোহাম্মদ আলিবর্দি খান সুজন বলেন, পল্লী বিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত৷ ইসলামপুর জোনাল অফিসে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয় সে পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য আমরা বিতরন করে থাকি। ভারত থেকে আমদানিকৃত আদানী গ্রুপের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে লোডশেডিং এর মাত্রা অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পেয়েছে! বর্তমানে উক্ত কেন্দ্রের এক ইউনিট বন্ধ রয়েছে ফলে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। মত বিনিময় সভায় দেশের এই ক্রান্তিলগ্নে ইসলামপুর উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।