কয়রায় নৌবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প

ফরহাদ হোসাইন, কয়রা প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌ বাহিনী খুলনার কয়রায় একদিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

২৮ সে জুলাই (সোমবার) সকাল ১০ টা ৩০ মিনিটে মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২৫ উপলক্ষে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ফ্রী চিকিৎসা সেবা ও রোগীদের হাতে ঔষধ তুলে দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ১নং কয়রা গ্রামের বাসিন্দা বয়বৃদ্ধো কামরুল ইসলাম গাজী বলেন, নৌবাহিনী রোগীদের ফ্রি ও চিকিৎসা দিচ্ছে সেই খবর শুনে এসেছি। ডাক্তার দেখাইছি বিনামূল্যে ঔষধও দিছে। এসময় তিনি নৌবাহিনীর উপর সন্তোষ প্রকাশ করেন। ২নং কয়রা গ্রামের বাসিন্দা ছনিয়া খাতুন বলেন, খবর পেয়ে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখাতে এসেছি। এখানে ফ্রী রোগী দেখছে এবং রোগীদের ফ্রী ঔষধ দিচ্ছে। চিকিৎসা নিতে আসা হাবিবুল্লাহ, লিটন সহ কয়েকজন সাথে কথা বলে জানা গেছে, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক,বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য আর্শীবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *