
খাগড়াছি প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকারে খাগড়াছড়িতে গড়ে উঠছে এক মানবিক বন্ধন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে শাপলা চত্বরসংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী উদ্যোগ,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি।
উদ্যোগটি নেয় ‘খাগড়াছড়ি প্লাস’, সহযোগিতায় ছিল খাগড়াছড়ি মেডিকেল সেন্টার। সকাল থেকে এই কর্মসূচিতে রক্ত পরীক্ষা ও অ্যাপ-নিবন্ধনের মাধ্যমে নতুন এক সেবার যাত্রা শুরু হলো।
এদিন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে নিবন্ধিত হন,যা জেলার জন্য একটি জরুরি সময়ের জীবনরক্ষাকারী নেটওয়ার্ক হিসেবে কাজ করবে।
এটি শুধু স্বাস্থ্যসেবা নয়,এই অ্যাপের ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে যুক্ত করা হয়েছে শহরের ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা ও পিক-আপ চালকদের তথ্য। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ সহজেই চালকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যা বিপদের সময় দ্রুত সাড়া দিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “খাগড়াছড়ি প্লাস” অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের ম্যানেজার সাইদুর রহমান, ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম, এবং আরও অনেক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সচেতনতামূলক স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। লক্ষ্য একটাই”খাগড়াছড়ির প্রতিটি মানুষ যেন ঘরে বসে জরুরি ও নাগরিক সেবা পেতে পারে”।
খাগড়াছড়ি প্লাস একটি আধুনিক, ডাইনামিক অ্যাপস, যা স্বাস্থ্য, চাকরি, নাগরিক তথ্য, পরিবহন ও জরুরি সেবা—সবকিছুর তথ্য এক জায়গায় এনে সাধারণ মানুষকে সুবিধা পৌঁছে দিচ্ছে। এক কথায়, পাহাড়ের কোলে বসেও এখন সেবা এক ক্লিকে!
“খাগড়াছড়ি প্লাস” এখন শুধু একটি অ্যাপ নয় এটি খাগড়াছড়ির মানুষের ভরসার আরেক নাম। এই মানবিক প্ল্যাটফর্মই হয়তো একদিন কারও জীবন বাঁচাবে।
