
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুটুক্তির প্রতিবাদ, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে শেরপুরের ঝিনাইগাতীর হাতীবান্দা ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৩১জুলাই) বিকেলে উপজেলার এফ রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতীবান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক বৃন্দের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, হাতীবান্দা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাংশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে নলকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা কৃষক দলের আহবায়ক সুলতান মাহমুদ, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাদল সরকার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসিন আরমান মাসুদ, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুটুক্তির প্রতিবাদ সহ ৩১ দফা বাস্তবায়নের আহবান জানান। সেইসাথে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র
সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
