খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিজয় র‍্যালিটি জেলা সদরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। শাপলা চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, “এই দিনটি ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এ দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার পরাজিত হয়েছিল। আবারও সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন জোরদার করতে হবে।”

বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী সেই আন্দোলন আজও প্রাসঙ্গিক। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী দিনে সবাইকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম সম্পাদক সম্পাদক অনিমেষ চাকমা রিন্কু,সাংগঠনিক সম্পাদক আবদূর রব রাজা,পৌর বিএনপির সভাপতি আবুল হাসেমসহ আরও অনেকে।

বিজয় র‍্যালি ও সমাবেশে সদর উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে দলীয় স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখর ছিল পুরো শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *