শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ মাহবুব আলমের প্রতি শ্রদ্ধা

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে শেরপুরে গৃহীত কর্মসূচি’র অংশ হিসেবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ মোঃ মাহবুব আলম এঁর সমাধিস্থলে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও সমাধিস্থলে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকতরফদার মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন-সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মাহবুব আলম-সহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া, শহীদ মাহবুব আলমের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে শেরপুর শহরের কলেজ মোড়ে ‘শহীদ মাহবুব চত্বর’-এর নামফলক উন্মোচন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমির সামনে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব স্ক্যাটিং র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়।

দিবসটির মূল আকর্ষণ ছিল শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা। এই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন ঘটে। অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ নামে একটি সংক্ষিপ্ত নাটকও প্রদর্শিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *