
খাগড়াছড়ি প্রতিনিধ: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে হলরুমে আলোচনা সভা শুরু হয় শপথ বাক্য পাঠের মাধ্যমে।
স্বাগত বক্তব্যে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরীন বলেন,“প্রযুক্তি নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তুলতে হবে, যাতে উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় ভূমিকা নিশ্চিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের নানা কর্মসূচি তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক মাহবুব আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইকবাল কাওসার।
যুব দিবসের এই আয়োজনে ১২ জনের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক, প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জনকে সনদপত্র এবং স্বনির্ভরতার লক্ষ্যে ৪ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রযুক্তি, দক্ষতা ও উদ্যোগী মনোভাবকে কাজে লাগিয়ে এই সহায়তা যেন তরুণদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
