সুমন চৌধুরী, চট্টগ্রাম (প্রতিনিধি) :
শনিবারে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিবে বলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। শুক্রবার (২৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টে তিনি এসব বলেন। শনিবার থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারসহ সারা দেশে পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ভারতের ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নয়ন না হওয়া সম্ভাবনা রয়েছে।ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১৩টি জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলার বেশিরভাগ স্থান পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। আগামীকাল শনিবার থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।