ইসলামপুরে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ

সৈয়দ এনামুর রকিব: জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে জাতীয়তাবাদ দল বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮আগস্ট ) কুলকান্দী ইউনিয়নের দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুলকান্দী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরু ইসলামের সভাপতিত্ব করেন কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন,সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সুলতান মাহমুদ বাবু ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র ত্রাণ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম (নবাব), উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীনুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক শহীদ মিলিটারি।

কুলকান্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো:আক্তারুজ্জামান মিলিটারির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার সুলেখা,উপজেলা যুবদলের আহব্বায়ক হেলাল,যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজ্জামান (লুলু)
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রাশেদুল ইসলাম রাশেদ,পৌর যুবদলের সভাপতি এনামুল করিম ডেভিড, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব, শাকিল আহমেদ,ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লক্ষে কাজ করে যাচ্ছে। দেশে ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করছে দলটি। তিনি আরো বলেন, একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশ আজ মুক্ত। দলকে আরো মজবুত করতে হলে সবাইকে কাধে কাধ মিলিয়ে নিরলসভাবে কাজ করতে হবে। কর্মী সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *