ইসলামপুরে ১৪৪ ধারা  ভঙ্গ করে বিরেন্দ্র চন্দ্র দাসের জমি দখল

ইসলামপুর (জামালপুর) থেকে উপজেলা সংবাদ দাতাঃ জামালপুরের ইসলামপুর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করায় দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় গত ৫ আগষ্ট হাসিনা সরকার পতন ঘটায় ওই দিন উত্তর দরিয়াবাদ মৌজায় বিরেন্দ্র চন্দ্র দাসের ৪৯ শতাংশ জমি  সহিজল ও সীমা  আক্তার গংরা  দখল করে রাতারাতি টিনের ছাপরা তোলে বাউন্ডারি দিয়ে দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পৌরশহর এলাকার মধ্য দরিয়াবাদ শ্রী জাহেদ আলী কাশারি উষা বেওয়া জলিমন নেছা আনার জান দাতা গনের মাধ্যমে গ্রহিতা রাজ নাথ  চন্দ্র দাস হর চন্দ্র দাস ৪৬২ নং খতিয়ানে ৪৬৪ নং উত্তর কান্দা ৪৬৫ দাগের দখলে নেকজান সেক ওই দাগে ৯৮ শতাংশ জমির উত্তর ৪৯ শতাংশ জমি ২৮/৫/১৯২৬ ইং ৩৭০১৯ নং দলিল মূলে সাব কবলা দেন।  দীর্ঘ প্রায় ১শ বছর রাজ নাথ চন্দ্র দাস ও হর চন্দ্র দাসের ওয়ারিশগণ ভোগ দখল করে আসছে। বাদী শ্রী বিরেন্দ্র চন্দ্র দাস নিজ পৈত্রিক সম্পত্তি বে দখলের আশংকায় মিস পিঃমাঃনং ৪২/২০২০সনে আদেশ নং ১২ তারিখ ০৩/০৪/২২ অভিযোগ দায়ের করলে  বিজ্ঞ আদালত  ১৪৫(৬)ধারা বাদীপক্ষে স্হায়ী রায় দেন। গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতন ঘটায় মোছাঃ সীমা আক্তার(২৫) ও সহিজল (৩৫) গংরা ১৪৪ ধারা ভঙ্গ করে উত্তর দরিয়া বাদ মৌজায় দাগ নং- ১৭৮ খতিয়ান নং ২৯৪ মোট জমির পরিমান ৪৯ শতাংশ রাতারাতি টিনের ছাপরা/বেড়া তোলে রাজনাথ দাস ও হর চন্দ্র দাসের ওয়ারিশগণের জমি দখল করে নেয়।

এ ব্যপারে মোছাঃ সীমা আক্তার ও সহিজলগংদের জিজ্ঞেস করলে তারা এই প্রতিবেদক কে জানান আমাদের জমির দাগ খতিয়ান নং ১৬৪ জমির পরিমান ৯৮ শতাংশ  বিরেন্দ্র চন্দ্র দাসের জমির দাগ নং- ৪৬৪ দক্ষিণ দরিয়াবাদ সনি সিনেমা হলের নিকট। বিজ্ঞ আদালতের রায়ে গত ২৬ আগস্ট সহকারী  কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ  ইব্রাহীম বাদি পক্ষ কে ঢাকঢোল পিটিয়ে ৪৯ শতাংশ জমিতে লাল নিশান পুতে জমি দখল দেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম কে জিজ্ঞেস করলে তিনি  জনসম্মুখে আদালতের রায় পড়ে শুনান। অবৈধ দখল কারি সহকারী  কমিশনার ভূমির  নিকট ঘর ভেঙে নেয়ার জন্য দুইদিনের জন্য সময় চাইলে সহকারী কমিশনার ভূমি দুই দিনের সময় মুঞ্জর করেন। উক্ত নিষেধাজ্ঞা তামিল করার জন্য গত ২১আগষ্ট২০২৪ তারিখে আদালত থেকে পূনরায় তাগিদ দেয়া হয়।  পরবর্তীতে ৮ দিন গত হইলেও দখলকারীদের টিনের চালা ও বেড়া সড়িয়ে না নেওয়ায় গত ৪ সেপ্টেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহায়তায় বিজ্ঞ আদালতের রায়ে জমির মালিক বিরেন্দ্রকে তাদের জমি বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *