ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামে আগুন লেগে ১টি টিনসেড বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুন পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ১২.২০ মিনিটের সময় পশ্চিম শংকরপুর গ্রামের শাহজাহানের বসতঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাতের কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সময় এলাকার আশেপাশে থাকা লোকজন ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে এ খবর দেন।ইসলামপুর ফায়ার সার্ভিম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনার স্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নেয়।ইসলামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, আমার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
পরে বিকালে পশ্চিম শংকরপুর গ্রামের শাহজাহান আলীর বসত বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন ও হতাহত পরিবারের খোঁজ খবর নেন,উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।