মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শেরপুরের ঝগড়ারচর বাজারে বিক্ষোভ

মো: মেহেদী হাসান, শেরপুর জেলা প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুর জেলা শ্রীবরর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন ঝগড়ারচর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ওলামায়ে কেরাম তৌহিদী জনতা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) যোহরের নামাজ শেষে ঝগড়ারচর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝগড়ারচর বাজার মসজিদের গেটে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন মসজিদের ইমামগণ।
সমাবেশে বক্তব্যে বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তাকে অনতি বিলম্বে গ্রেফতারের দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *