সুমন চৌধুরী, চট্টগ্রাম (প্রতিনিধি): যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম ফারহানা ইয়াছমিন রূপা (২৫)
(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর ভাই শাহ মোজাম্মেল হক টুটুল বলেন, এ ঘটনায় আমার বোনের স্বামীকে প্রধান অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
প্রতিবেশীরা জানায়, নিহতের স্বামী মোহাম্মদ মারুফ পেশায় একজন আইনজীবী। ২০২০ সালে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। সংসারে একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে ।
আত্মহত্যার আগের দিন নিহত গৃহবধূ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেন, আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুরি আম্মা। উনি আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করতেছে এটা করার জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। বলেন (এশিয়ান হাউজিং) সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।