দেওয়ানগঞ্জে বাজারে আগুন, হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা

মোঃ সাগর আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায়, বিভিন্ন হাট বাজারে, সব ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত এক সপ্তাহ ধরে বাজারের এই পরিস্থিতি বিরাজ করেছে। এতে হতদরিদ্ররা , মধ্যবিত্তরা বাজার করতে এসে হিমশিম খাচ্ছে ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ৫৫ টাকা, মরিচ ৩৬০, শসা ১০০ থেকে ১১০, পেঁয়াজ ১২০, কুমড়া ৭০, ধুন্দল ৬০, ঝিঙে ৭০, বেগুন ১১০, করলা ৮০, পটল ৭০, ঢেড়শ ৮০, পেঁপে ৫০ রসুন ২২০ ও আদা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি লাউ ৮০ টাকা, লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা ও কাঁচা কলা ৪০ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা মনির বলেন, আমি নিজে একজন কৃষক। ১কেজি মরিচ ৪০০ টাকা । প্রতিটা সবজির দাম অনেক বেড়েছে। বৃষ্টি বেশি হলে ফসলের অনেক ক্ষতি হয়। তখন দাম বেড়ে যায়,বলে ভোক্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *