শেরপুরে Reform Bangladesh এর উদ্যোগে ত্রাণ বিতরণ

মেহেদী হাসান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্বরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ৫টি উপজেলা। এতে দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য, খামার, আমন ধানক্ষেত ও সবজিক্ষেত। এইসব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন REFORM BANGLADESH । সার্বিক সহযোগিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঝগড়ারচর বাজার সকল ছাত্র।
Reform Bangladesh পক্ষ থেকে ছিলেন গ্রেট এণ্ড এনার্জেটিক ভলান্টিয়ার আলমগীর হোসাইন। ছাত্রদের পক্ষ রুবেল, আশিক রহমান, আতিক রহমান , উজ্জ্বল, খোরশেদ আলম, রুকন, সোহান হাসান , মেহেদী হাসান, আনিছুর রহমান, সাজু, এনামুল, আকিব,শাওন, তামিম, বিজয়,সজিব, শাকিল মিয়া সহ আরো অনেকে। তারা উরসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন । Reform Bangladesh এর এনার্জেটিক ভলান্টিয়ার আলমগীর হোসেন বলেন,শেরপুরে বন্যা কবলিত এলাকায় আমাদের টিম দুর্গত এলাকায় পনেরোশ পরিবারের মাঝে ভারী খাবার বিতরণ করেছে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মানুষের পাশে সবসময় থাকবো। তিনি ত্রাণ বিতরণে ছাত্র সমাজ সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *