ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ৪শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ।
জানাযায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দেয় তীব্র ভাঙ্গন। এতে ঘর ছাড়া হয়েছে অনেক পরিবার। অসময়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়াতে পানির স্রোতে ভেঙ্গে যায় অনেক বসতভিটা ও ফসলি জমি।
সরেজমিনে দেখা যায়, যমুনার তীব্র ভাঙ্গনে যমুনা গর্ভে বিলীন হচ্ছে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতি, শিশুয়া, চরশিশুয়া, কাশারীডোবা,মন্ডলপাড়া, আকন্দপাড়া ও চেঙ্গানিয়া গ্রামসহ প্রায় ৪ শতাধিক বসতভিটা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসানসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ। সাপধরী ইউনিয়ন ও নোয়ারপাড়া ইউনিয়নে পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫শত পরিবারের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।