মোহাম্মদ উল্লাহ, লালমাই প্রতিনিধি: সমসাময়িক রাজনীতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে লালমাই উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মুক্ত আলোচনা করেছেন ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসি এ, সিপি এ।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে “মুক্তাঙ্গনে ” এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লালমাই উপজেলার, বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের কৃতি সন্তান, দক্ষিণ কুমিল্লার গর্ব লেখক গবেষক, আলোচক ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ। তিনি তার পৈতিক ভিটা “মুক্তাঙ্গনে ” মুক্ত আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেনভ। আলোচনায় লালমাই উপজেলা কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় মুক্তাঙ্গন সম্পর্কে বলেন, আমার বাবা মা দু’জনই শিক্ষক ছিলেন। এই মুক্তাঙ্গনে যারাই এসেছেন, থেকেছেন সবাই সুশিক্ষিত হয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, এই বাড়ি একটি ঐতিহ্যবাহী বাড়ি।
সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,যারাই রাজনীতি করবেন, তাদেরকে অবশ্যই কর্মের ফল ভোগ করতে হবে। আমাদের দেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে এখন অন্তবর্তী কালীন সরকার এসেছে। তাদেরও উচিত হবে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে চলে যাওয়া। না হয় তারাও ব্যর্থ হবেন।