খন্দকার নিরব, ভোলা :
ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নৌ কন্টিনজেন্ট প্রধান মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুর রব, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ তছলিম। এছাড়াও, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, তজুমদ্দিন ফায়ার স্টেশন কর্মকর্তা, তজুমদ্দিন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। তিনি চরাঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানীয়দের ধান-চালসহ অন্যান্য দ্রব্য সামগ্রী না রাখার আহ্বান, উপকারভোগী সঠিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম, উপজেলার বিভিন্ন দপ্তরের লোকবলের অভাব বিষয়ে চিঠি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য ও ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।