তজুমদ্দিনে বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল  

খন্দকার নিরব, ভোলাঃ

তজুমদ্দিন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) বাদ আসর শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে কোড়ালমারায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তিনি সড়ক দুর্ঘটনায় রবিবার রাত ২:৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাযায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। জানাজায় অংশগ্রহণ করেন ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোফান, লালমোহন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ.কে.এম মহিবুল্লাহ নাগর, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, কৃষক দল সভাপতি আব্দুর রহিম সেন্টু সহ জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে তার জানাযার মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *