চুক্তিবদ্ধ সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস আহমেদ

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ থেকে পলায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদের যাওয়ার সাত মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি।

জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকেও বাদ পড়েছেন তিনি।

টলিউডের আসন্ন চলচ্চিত্র ‘মীর জাফর চ্যাপ্টার টু’তে চুক্তিবদ্ধ ছিলেন এই অভিনেতা। এটি নির্মান করবেন অর্কদীপ মল্লিকা নাথ। তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন, এতে আর থাকছেন না ফেরদৌস আহমেদ।  

গণমাধ্যমে প্রযোজক বললেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এ ছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না।

গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তাঁর কাছ থেকে সাড়া পাইনি।’

এরইমধ্যে অভিনয়শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার টু ছবিটির। তবে শুটিং এখনও শুরু হয়নি। ফেরদৌসের কারণেই কি এই বিলম্ব—এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, ‘২০২৩ সালেই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে।

যেহেতু এটার শুটিং হবে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে।’

দুই বাংলায় সিনেমাটি মুক্তি দিতে চান বলে রানা সরকার জানান, ‘দুই দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি, তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন। দুই বাংলায় মুক্তি দেওয়া না গেলে এর সার্থকতা থাকবে না। শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না। বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব।’

রানা সরকার বলেন, ‘রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। শুটিং শুরুর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে। সে সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে।’

গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে লেখা হয়েছে মীর জাফর চ্যাপ্টার টু সিনেমার চিত্রনাট্য। রোশান ছাড়াও এতে পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *