ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুর জাতীয়তাবাদী কৃষক দল পৌর শাখার ৪নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কৃষক দল আয়োজনে গত শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাজু শেখকে সভাপতি ও মুসলিম উদ্দিনকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
পৌর কৃষক দলের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, সহ সভাপতি আঃ ওয়াহাব মাস্টার,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী।
পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আহমদ আলী সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, শাহজাহান মিয়া,আলাল মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে আলম মুস্তারী বাঁধন,শাকিল আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।