জামালপুরে এম এ রশিদ বেসরকারি হসপিটালে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন 

 ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর বেসরকারি এম এ রশিদ হসপিটালে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও জেলায় বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০নভেম্বর) সকালে থানা মোড় বটতলা চত্বরে উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, হযরত শাহ কামাল (রঃ) হাসপাতালের পরিচালক এড. আনছার আলী, জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক মোরাদুজ্জামান মোরাদ, তুষার ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক আব্দুল লতিফ, ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টোরের পরিচালক আলম খান, যমুনা হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল হাকিম প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য বক্তারা বলেন, জামালপুরে এম এ রশীদ বেসরকারি হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের মেইন ফটকের দরজা,জানালা সহ আসবাবপত্র ভাঙচুর, টাকা লুটপাট করে অনেক ক্ষতি সাধন করে। অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *