
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র ও হুইলচেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯জানুয়ারী) বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাখাওয়াৎ হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন।
ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সানাউর রহমান লাভলু,বিজয় টিভির জামালপুর জেলা প্রতিনিধি ইয়ামিন মিয়াসহ আরও অনেকেই। পরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
