বিজয় এক্সপ্রেস ট্রেন চালু ও রেল লাইন সংস্কার দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবি ও রেল লাইন সংস্কার দাবিতে জামালপুরের ইসলামপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজনে মানববন্দন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৫জুন) দুপুরে ইসলামপুরে রেল স্টেশন প্লাটফর্মে আয়োজিত মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেবিনেট সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আঃ হালিম।

প্রধান অতিথি বক্তব্য বলেন,জনগনের দূর্ভোগ লাঘবে ঢাকা থেকে ছেড়ে আশা বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবী ও রেল লাইন সংস্কার দাবি জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সাবেক যুগ্ম সম্পাদক জাকাউল ইসলাম তিব্বত,যুগ্ম সম্পাদক শফিক সেলিম,হাতেম আলী সাদা,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সরোয়ার আলম বিপুল,পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন,পৌর যুবদলের আহবায়ক এনামুর হক ডেবিট,যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন,সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল সরকার প্রমুখ।

মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি ফজলুল রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *