ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ছাত্র-জনতার জুলাই-গণঅভ্যুত্থাণের একমাস উপলক্ষে আজ দেশব্যাপী শহীদী মার্চ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদী মার্চ কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু বিচারের দাবি জানায়।