ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা।
বুধবার (২ অক্টোবর) বিকালে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সৈয়দ মাসুদ রাজা, সাধারণ সম্পাদক মো: সোলায়মান কবির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো: আ: হালিম শান্ত, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন নজরুল ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকরিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিদল।