ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে যথাযােগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৩ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এ দিবসে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা।
মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সকাল ৬টা ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
পরে বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে ক্রীড়া, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সন্ধায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।