রোকনুজ্জামান সবুজ:
জামালপুরের ইসলামপুর উপজেলায় গভীর রাতে রাস্তায় এবং গ্রাম ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। নিজ হাতে ছিন্নমূল, অতিদরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী সুবিধাবঞ্চিত গুঠাইল নদীর পাড়ে বসবাসরত এক শতাধিক শীতবস্ত্র (কম্বল) অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীতার্তদের জন্য সরকারের দেওয়া উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাতে শীতার্ত ছিন্নমূল মানুষকে পৌঁছে দিয়েছি এতে নিজের কাছে অনেক আনন্দ লাগছে। এতিম, অসহায়, সমাজের অবহেলিত ছিন্নমূলের মানুষদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।