আবিদ হাসান :
বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন নামের ব্যবসায়ীক সংগঠনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় জামালপুরে ইসলামপুরে সংবর্ধনা প্রদান করেছে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ইসলামপুরের মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টটিউট কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া সহ তার জন্য দোয়া কামনা করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবাসায়ীরা।
বক্তারা বলেন, মোস্তফা আল মাহামুদ দেশের ব্যবসায়ী এতো বড় সংগঠনের সভাপতি হয়েছে এটা ইসলামপুর বাসীর জন্য গর্বের। বিভিন্ন সময় ইসলামপুরের মানুষের জন্য নানা সামাজিক কাজ করেন তিনি। তারই উদ্যোগ ইসলামপুর তথা পুরো জামালপুরের জন্য ভালো।
বাংলাদেশ সাসটেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ বলেন, এই মাটির প্রতি আমার কর্তব্য রয়েছে। সেই দ্বায়িত্ব বোধ থেকে আমি এই সামাজিক কাজ করি৷ আমার বড় কিছু হওয়ার জন্য কোনো ইচ্ছা নেই। তবে মানুষের পাশে থেকে কল্যাণকর কাজ করাই আমার মূখ্য উদ্দেশ্য। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছি৷