ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপুর পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানিয়ে নাজিম হোসেন নোমান বলেন, শুভ নববর্ষ উপলক্ষে আমি ইসলামপুর পৌরবাসীর সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন বছর আগমনে সবার জীবনে নববর্ষ বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও কল্যাণ।
তিনি বলেন, পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা ইসলামপুর পৌর শহরকে একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করি। আমরা ইসলামপুর পৌরসভাকে এমন একটি পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ । আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।