
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
শুক্রবার(২৭জুন) বিকালে উপজেলার গৌর নিতাই আশ্রম হরিসভা ও শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির গোবিন্দবাড়ী সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে পৌরসভার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে ধর্মীয় আলোচনা, ভজন কীর্তন, প্রসাদ বিতরণ ও শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে জানা গেছে।
সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাষ্টার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি নারায়ণ কর্মকার, গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন কুমার দাস, সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাকসহ সকল ভক্তবৃন্দ।