ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগষ্টে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দেশপ্রেমিকদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে  কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, জিয়াউল হক জিয়া,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো: পিয়াস, রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইম খান, তৌহিদুল ইসলাম ‍তুহিন, সাংগঠনিক সম্পাদক জিহাদ খান লোহানীসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *