জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ 

“এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন” জামালপুরের মাদারগঞ্জ সিধুলী ইউনিয়নে একদল স্বপ্নবাজ তরুণদের সংগঠন ” এর উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের ৪ শতাধিক দরিদ্র মানুষদের উষ্ণতায় কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মো: মিজানুর রহমান রতন।  

আরোও বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম বি এস সি,এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন এর সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক,মশিউর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান (রতন) বলেন, যার যার অবস্থান হতে সচেতন দেশবাসী গণমানুষের জীবনমান উন্নয়নে কাজ করলে বাংলাদেশ নিঃসন্দেহে নিজস্ব জনসম্পদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। 

কম্বল পেয়ে স্থানীয় ষাটোর্ধ জুলেখা বেওয়া বলেন,”কয়ডা দিন ধইরা শীতে মরতাছি। কেউ খোঁজ নেয় না। এরা কম্বল দিছে। এহন আর শীত নাগবো না।” 

সংগঠনের সভাপতি জুয়েল রানা বলেন, এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠনটি শুধু ইউনিয়ন পর্যায়ে নয়। সারা জেলায় এর কার্যক্রম পরিচালনা করা হবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। 

সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা শুধু কম্বল বিতরণই না। এর আগে  বন্যায় ৮ শতাধিক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশে সব সময় আমাদের সংগঠন কাজ করবে। আমরা তরুণরাই এই সমাজকে বদলে দিবো মানবিকতার স্পর্শ দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *