ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে ইসলামপুরের সাধারণ ছাত্র জনতা।
শনিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: এ.এ.এম আবু তাহেরের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। সাধারণ ছাত্র জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে জনগণের ব্যাপক অভিযোগ আছে বলে অভিযোগের প্রেক্ষিতে ছাত্র জনতা কয়েকদিনে আগে হাসপাতাল মনিটরিং করে সমস্যা চিহ্নিত করে। সে প্রেক্ষিতে
হাসপাতালের সংস্কারকল্পে স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপিতে সাধারণ ছাত্রদের দাবি গুলো হলো-
১। নিয়োগপ্রাপ্ত সকল চিকিৎসককে নিয়মিত আসতে হবে। পুরো সময় সেবা দেওয়ার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ফাঁকা পদগুলো অতিসত্বর পূরন করতে হবে।
২। লোকবল সংকট অতি দ্রুত নিরসন করতে হবে।
৩। চিকিৎসকগণ বাইরের প্রাইভেট প্রতিষ্ঠান গুলোর সাথে অবৈধভাবে চুক্তিবদ্ধ থাকে। তারা রোগীদের এসব প্রতিষ্ঠানে মেডিকেল টেস্ট এর জন্য রেফার করে। অথচ হাসপাতালের নিজস্ব সক্ষমতা রয়েছে। এই হীন কাজ একেবারে বন্ধ করতে হবে।
৪। হাসপাতালেই মেডিকেল টেস্ট এর সকল সরঞ্জাম এর ব্যবস্থা করতে হবে এবং সঠিক ভাবে টেস্ট সম্পন্ন এবং এর ফলাফল দিতে হবে।
৫। দালাল চক্র রোগীদের বিভ্রান্ত করে অর্থনৈতিক ফায়দা লুটে। এদেরকে সমূলে উৎখাত করতে হবে। এর রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে।
৬। জনসাধারণ যেন সহজে সেবা নিতে পারে এজন্য সাংকেতিক চিহ্ন, ভাষা ব্যবহার করে নির্দেশিকা প্রদান করতে হবে।
৭। সার্বক্ষণিক বিদ্যুত নিশ্চিত করতে হবে।
৮। রোগীদের ব্যবহারের জন্য বেড, কেবিন, টয়লেট, ওয়াশরুম, বেসিন সহ সকল প্রয়োজনীয় জিনিস ব্যবহারের
উপযোগী করে তুলতে হবে। সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রদেয় খাবারের গুনগত মান নিশ্চিত
করতে হবে।
৯। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। হাসপাতাল থেকেই অধিকাংশ ওষুধ প্রদান করতে হবে। ওষুধ নিয়ে
কোন ব্যবসা চলবে না।
১০। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে হাসপাতালকে রোগী বান্ধব করতে হবে।
১১। অবকাঠামোগত ত্রুটিগুলো দূর করতে হবে। হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ করতে হবে।
১২। সেবার বিনিময়ে বকশিশের নামে ঘুষ লেনদেন চলবে না।
১৩। হাসপাতালে কোন ধরনের বৈষম্য চলবে না। সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
১৪। সেবার মান নিশ্চিত ও উন্নয়নে ডাক্তারদের জবাবদিহির আওতায় আনতে হবে।
১৫। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে দেশের সেরা হাসপাতালে উন্নীত করতে হবে।
সাধারণ ছাত্র জনতার স্মারকলিপি পড়ে অতিদ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: এ.এ.এম আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাধারণ ছাত্র জনতা জুনাইদ আল হাবিব জিহাদ,মনিরুল ইসলাম,সোয়াইব রহমান শান্ত, মারিফুল ইসলাম, জাবির আহম্মেদ জিহাদ,সিফাত প্রমুখ।