ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সোমবার (৯সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের জামালপুর জেলা শাখার সহ -সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব,এ কে এম শহিদুর রহমান,শাহিন,হেলাল উদ্দিন,প্রভাষক হাফিজুর রহমান ও সুহেল রানা খোকন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মাহমুদা নবাব।