জামালপুর প্রতিনিধি :
জামালপুরে ক্লাব ৯৭ উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি) রাতে ক্লাব ৯৭ অফিস কক্ষ হইতে শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাব’৯৭ এর সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম।এ সময় উপস্থিত ছিলেন, ক্লাব’৯৭ এর হাফিজ, সবুজ, বাদল, ময়না, শাওন, বাবু, মিন্টু, রাজিব, রকিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ক্লাব’৯৭ এর সদস্যরা জানান আমাদের এ কার্যক্রন অব্যাহত থাকবে।