অতি বৃষ্টিতে  মিরসরাইয়ের নিমাঞ্চল প্লাবিত চৈতন্যেরহাট তেতৈয়া সড়কে পানি প্রবাহিত

নুর নবী রাসেল মিরসরাই প্রতিনিধি :

বৃষ্টিই যেন পিছু ছাড়ছেনা মিরসরাই উপজেলার মানুষদের। প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা, ডুবে যাচ্ছে হাইওয়ে সড়ক সহ আঞ্চলিক সড়কগুলোও। 

গত ৩ দিনের ভারি বর্ষনে মিরসরাইয়ে 

৮নং দূর্গাপুর ইউনিয়নের গোপালপুর, জনার্দ্দনপুর, শিকারপুর, শিকার জনার্দ্দনপুর, এবং তেতৈয়া এলাকা, 

১নং করেরহাট ইউনিয়ন, ২নং হিঙ্গুলী ইউনিয়ন, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধুম ইউনিয়ন, ৫নং ওসমানপুর ইউনিয়ন, 

৬নং ইছাখালী, মিরসরাই সদর, ১৪নং হাইতকান্দি, ১৬নং সাহেরখলী ইউনিয়নের বেশকিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে।

উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকার চৈতন্যের হাট তেতৈয়া সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। এই সড়কের আশে পাশের বসতঘরে পানিতে নিমজ্জিত হয়েছে। সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলছে। হাটু সমান পানি উঠে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ৫ মিনিটের সড়ক এখন পার হতে লাগে ২০ মিনিট। অনেকাংশে পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে সবচেয়ে বেশি বিপদসীমার মধ্যে আছে, করেরহাট, হিঙ্গুলী ইউনিয়ন, আজমনগর এলাকা সহ উপজেলার বেশ কয়েকটি এলাকা। এসব এলাকায় পানিবন্ধি আছে প্রায় লক্ষাধিক মানুষ। 

বন্ধ রয়েছে ঢাকা-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল মহাসড়কে পানি উঠায় যানবাহন চলছে ধীরগতিতে। 

বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দ্রুত উদ্ধারকারী কর্মীদের সহায়তা প্রধানের আহবান জানান বন্যা কবলিত আটকে পড়া মানুষরা। 

মিরসরাইয়ে বন্যায় আক্রান্ত মানুষদের সুবিধার্থে খোলা হয়েছে সাইক্লোন সেন্টার,প্রস্তুত আছে জামেয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, মহাজনহাট এফ আর স্কুল এন্ড কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *