মিরসরাইয়ে বন্যা পরিস্থিতিতে ভয়াবহ অবনতি

সুমন চৌধুরী চট্টগ্রাম (প্রতিনিধি)

মিরসরাইয়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ৭দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল ও ফেনী নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়। কাপ্তাই বাধের পানি ছাড়াতে গত শুক্রবার দিবাগত রাতে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্রতা আরো বাড়ে। এখানে পানি বন্দী লাখো মানুস।

শুক্রবার দুপুরের পর থেকে নতুন করে প্লাবিত হচ্ছে জোরারগঞ্জ, ইছাখালী,কাটাছরা,মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন। এর আগে গত তিনদিন ধরে ভয়াবহ অবস্থায় রয়েছে করেরহাট,হিঈুলী,ধুম ও ওসমান পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম।রান্না করা খাবার ও শুকনো খবার ও উদ্ধার অভিযানে যাওয়া স্বেচ্ছাসেবক মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান মিরসরাই এবং ফেনীতে পানিবন্দি মানুষকে সহযোগিতা এবং উদ্ধার কাজে দূর দুরান্ত থেকে আসা অনেক স্বেচ্ছাসেবীরা অনেকেই উদ্ধার কাজে নিয়োজিত আছেন,সকলে মানবিক কাজে নিয়োজিত সংস্থাগুলো সঠিক ঘরে যাওয়ার খুজে বাহির করে খাবার দেওয়ার আহবান করেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *