খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মারিশ্যা  জোন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশ নেন অপ্রতিরোধ্য ও অপরাজিত দুই দল মারিশ্যা জোন বনাম মহালছড়ি জোন। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মহালছড়ি জোন-কে  ২-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মারিশ্যা  জোন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান,এসপিপি,এনডিসি, পিএসসি।

ম্যাচ শেষে  চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে মেডেল প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়নদের মাঝে ট্রফি ও এক লক্ষ টাকার প্রাইজামানি, দ্বিতীয় স্থান (রানারআপ) দলকে ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ত্রিশ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও টুর্নামেন্টে ম্যান দ্যা সিরিজ

এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারিশ্যা জোনের মো. মনজুরুল ও সেরা গোলদাতা মারিশ্যা জোনের মো. মাসুম। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের মো.  জাহিদ।

পরে সাফজয়ী ফুটবল কন্যা মনিকা চাকমা ও পুরুষ অনুর্ধ্ব -২০ এ দক্ষিণ এশিয়া সেরা গোলরক্ষক আসিফ ভূঁইয়াকে সম্মাননা স্বারক ও  ২৫হাজার টাকা করে চেক তুলে দেন রিজিয়ন কমান্ডার।

দর্শকরা প্রতি বছরই এমন নান্দনিক টুর্নামেন্ট আয়োজন করার জন্য ফুটবল প্রেমিরা খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতি আহ্বান জানান।

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে সাফজয়ী কৃতি নারী ফুটবলার মণিকা চাকমা ও সংবর্ধিত অনূধর্ব ২০ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভূইয়া তাদের অনুভুতি জানিয়ে আগামীতে দেশের জন্য অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন,বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি স্টেডিয়াম পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়। রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় হয়েছে বলে জানান।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে পাহাড়ের সম্প্রীতির স্বর্গ রাজ্যে পরিণত হবে।

এ সময় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া,জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,অন্যান্য সামরিক কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *