বিদায়ী টেস্ট খেলতে আসবে না সাকিব

সাকিব আল হাসান ইস্যুতে উত্তপ্ত ক্রিকেট বোর্ড! পক্ষ-বিপক্ষ আছে দুটোই। গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্টেডিয়ামে প্রাচীরে সাকিব ভক্তদের ভালোবাসার নিদর্শন। মুছে দিয়েছে বিরোধীদের গ্রাফিতি। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে ছিল টাইগারদের সাবেক দলপতির। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ফিরছেন না দেশে। ফলে তিনি বাদ পড়েছেন স্কোয়াড থেকেও।

তবে এমনটি মানতে নারাজ ভক্তরা। মূল ফটকের সামনে দিয়েছে স্লোগান। সাকিব সমর্থকদের চার দফা দাবি, দ্রুত দেশে ফেরানো ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তাদের।
বোর্ড পরিচালক নাজমুল আবেদীনের কাছে দাবিগুলো উপস্থাপন করেছে সাকিব ভক্তরা। যার একটি পূরণের আশ্বাস দিয়েছেন।

সাকিব ভক্ত বলেন, ফাহিম স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এটা বিসিবিতে সমাধান করা সম্ভব না। চার দফার মধ্যে একটি সমাধান করে দিবেন বলেছেন। সেটি হচ্ছে স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে যাতে অশালীন কোনো কার্যকলাপ না হয়।

আলোচনা-সমালোচনার মাঝে আরব আমিরাত ছাড়ছেন সাকিব। ওমরাহ পালনে নতুন গন্তব্য সৌদি আরব। প্রবাসী বাংলাদেশিদের তাকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একজন প্রবাসী বলেন, বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সে দেশে যেতে পারে নাগরিক হিসেবে দেশে যেতে পারে। আরেকজন বলেন, তার বিদায়টা যদি দেশের মাটিতে হতো আমরা অনেক খুশি হতাম।

এদিকে সাকিব ইস্যুতে রোববার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে যেতে চায় সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *