জামালপুরের ইসলামপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের বিচারে ট্রাইবুনাল গঠন ও গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে গণ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বর এক পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ সিরাজীর সভাপতিত্বে রাখেন, সাধারণ সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন সিরাজী,যুগ্ম সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান খন্দকার, সাংগঠনিক সম্পাদক এম আনিসুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাকিম শাহ আলম, পৌর সভাপতি ওমর আলী,ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুস সাগর প্রমূখ । বক্তারা নিহতদের বিচারে দ্রুত ট্রাইবুনাল গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচার কার্যকর করা সহ ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।